স্টাফ রিপোর্টার //সময়নিউজবিডি
বস্ত্রহীন মানুষের পাশে সহযোগীতার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে “মানবতার দেয়াল” নির্মাণ করা হয়েছে।
জেলা শহরের পৌরসভা ভবন এলাকায় “মানবতার দেয়াল-০১” ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের সামনে “মানবতার দেয়াল-০২” নির্মাণ করা হয়।
আলোকিত ব্রাহ্মণবাড়িয়ার নারী সেক্রেটারি সংগঠনটির ফেসবুক পেইজের এডমিন রুমী স্মাইলি জানান, আমাদের সবার অপ্রয়োজনীয়’ জামা কাপড়গুলো সঠিক জায়গায় ব্যবহার করি এতে অনেকের বস্ত্রের চাহিদা মিটতে পারে। এ ধারণা থেকে আমাদের সমাজের অবহেলিত দরিদ্র জনগোষ্ঠীর যারা প্রয়োজনীয় বস্ত্র কিনতে অক্ষম তাদের সহযোগীতার জন্য আমরা ” মানবতার দেয়াল” নির্মাণ করেছি। আমাদের আশপাশের সকল সামর্থবান মানুষদের আহবান করছি আপনাদের অপ্রয়োজনীয় জামাকাপড় গুলো যদি মানবতার দেয়ালে রেখে যান তাহলে অনেক গরীব মানুষের বস্ত্রের চাহিদা মিটবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply