স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ঢাকা-চট্রগ্রাম ও চট্রগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে চট্রগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ও ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনায় মানবিক ভূমিকা পালন করেছে ব্রাহ্মনবাড়িয়া জেলা ছাত্রলীগ। নিরবে ঘটনাস্থলে আসা অসংখ্য রোগীদের বিভিন্ন সেবা দিচ্ছে ব্রাহ্মনবাড়িয়া জেলা ছাত্রলীগ। ছাত্রলীগের এমন মানবিক স্বেচ্ছাসেবায় প্রশংসা করেছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
দূর্ঘটনায় আহত মানুষদের পাশে দাড়িয়ে ছাত্রলীগের নেতৃবৃন্দ রোগীদেরকে জেলা সদর হাসপাতালে আনা, রক্তদান, আর্থিক সহযোগীতা ও এম্বিলেন্স মালিকদের সাথে যোগাযোগ করে রোগীদের বিনামূল্যে ঢাকা বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা ছিল উল্লেখ্যযোগ্য।এছাড়াও রোগীদের অভিভাবকদের জন্য তথ্য সেবা কেন্দ্র চালু করেছে জেলা ছাত্রলীগ।
এসময় রোগীদের এক স্বজন জানান, ছাত্রলীগের ছেলেদের থেকে বিভিন্ন ধরনের সেবা পেয়ে ভালো লাগছে। তারা এসে খোঁজ খবর নিচ্ছে তাদের এমন আয়োজন সত্যিই প্রশংসার যোগ্য।`
এবিষয়ে জানতে ব্রাহ্মনবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল জানান চট্রগ্রাম গামী উদয়ন এক্সপ্রেস ও ঢাকাগামী তুর্ণা এক্সপ্রেস ট্রেন মুখোমুখি সংঘর্ষের ঘটনায় রোগীদের যেকোন সমস্যা সমাধানে আমরা আপ্রাণ চেষ্টা করেছি। তাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ করতে না পারলেও তাদের বিভিন্ন সমস্যা ও সহযোগিতায় আমরা ছাত্রলীগ পাশে আছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply