সংবাদ শিরোনাম
কমলগঞ্জে ছাত্রলীগের সাবেক সভাপতি রিপুল ও যুবলীগ নেতা ইউপি সদস্য শিপন আটক ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগ নেতা কাজী শফিকুল ইসলামকে বিমানবন্দর থেকে গ্রেফতার ছেলের মৃত্যুর ৬ ঘন্টা পর মায়ের মৃত্যু বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক।। ঘাতকসহ আটক-২ কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় চা শ্রমিক নিহত সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া কমিটি গঠন।। নিয়াজ মোঃ খান বিটু সভাপতি ও শিহাব উদ্দিন বিপু সাধারণ সম্পাদক কমলগঞ্জে সাংবাদিক সমিতির উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ কমলগঞ্জে প্রবাসীর উদ্যোগে একশো পরিবারকে ঈদ উপহার। কমলগঞ্জে অনিয়ম আর অব্যবস্থাপনায় টিসিবি’র পণ্য বিক্রি; দেখার কেউ নেই। বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে একে বাংলা স্কুল’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
নাসিরনগরে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নাদিয়া বেগমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযােগ

নাসিরনগরে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নাদিয়া বেগমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযােগ

আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা  নাদিয়া বেগমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূনীর্তির অভিযােগ পাওয়া গেছে। কাঁঠালকান্দি গ্রামের বীর মুক্তিযােদ্ধা মৃত আবু শ্যামা মিয়ার ছেলে মােঃ আলামিন মিয়া গত ১৮ নভেম্বর তারিখে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর এক লিখিত অফিযােগ দাখিল করেছে।
অভিযােগের অনুলিপি মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ও স্থানীয় চেয়ারম্যান বরাবর দেওয়া হয়েছে বলে উল্লেখ্য রয়েছে। 
অভিযােগে জানা গেছে, উক্ত পরিদর্শিকা গর্ভবতী নারীদের ভাতার কার্ড দিতে জনপ্রতি ২শত টাকা করে নিচ্ছে, তাছাড়া ও অফিস চলাকালিন রােগিদের কাছ থেকে ভিজিট বাবদ ৫০ থেকে ১শত টাকা, ঔষধ ও গর্ভবতী নারীদের চেকআপ করতে ২শত টাকা প্রসবের সময় প্যারিনিয়াম বা সেলাই কাটতে ২ হাজার থেকে ৩ হাজার টাকা, প্রতি শুক্রবার কচুয়া গ্রামে প্রাইভেট চেম্বারে বসে ২শত টাকা ভিজিট নিয় রাগী দখ সরকারি ঔষধ বিতরণ করছন। অবৈধ ইমপ্লােন বর করে দিয়ে ২শত টাকা থেকে ৩শত টাকা করে নিচ্ছে। অনেক ভূক্তভােগীর সাথে কথা বললে তারা ওই পরিবার পরিদর্শিকা নাদিয়া বেগমের এ সমস্ত অভিযােগের সত্যতা স্বীকার করেন। 
অভিযােগের বিষয়ে টি.এফ.ও মােঃ আকিব উদ্দিনের সাথে মােবাইল ফােনে যােগাযােগ করে জানতে চাইলে তিনি অভিযােগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, আমরা অভিযােগ পেয়েছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত পূর্বক ঘটনার সত্যতা প্রমাণিত হলে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন স্থানীয় চেয়ারম্যান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবেন বলেও আমাদের কে জানিয়েছেন। 
এ বিষয়ে চাতলপাড় ইউ.পি চেয়ারম্যান শেখ মােঃ আব্দুল আহাদের সাথে মােবাইল ফােনে যােগাযােগ করে জানতে চাইলে তিনি বলেন, আমি এই কমিটির সভাপতি। পূর্বে নাদিরা ও তাদের বিরুদ্ধে আমার বরাবর লিখিত অভিযােগ করেছিল। তারা ও কর্তৃপক্ষ বরাবর অভিযােগ করেছে আমি উভয় পক্ষকে পাল্টা/পাল্টি অভিযােগ না করে মনােযােগ দিয়ে কাজ করার কথা বলেছি। বাকিটা কর্তৃপক্ষ দেখবে। এ বিষয় পরিদর্শিকা নাদিরা বেগমের সাথে যােগাযােগ করা হলে তিনি সমস্ত অভিযােগ মিথ্যা বলে দাবী করেন। 


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com