স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য প্রফেসর ড. মোঃ আনােয়ার হােসেন বলেছেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। মুক্তিযােদ্ধারা যে জীবনকে তুচ্ছ করে, নিজের জীবনকে উৎসর্গ করে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশমাতা ও মাতৃভূমিকে মুক্ত করে, স্বাধীন বাংলাদেশের বিজয়ের পতাকা ঊর্ধে তুলে ধরেছিলেন, তা নতুন প্রজন্মকে জানাতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের অর্জন তাদের সামনে তুলে ধরতে হবে। তিনি বলেন, নতুন প্রজন্ম হবে মুক্তিযুদ্ধের চেতনায় একটি আধুনিক প্রজন্ম, যারা বাস্তবায়ন করবে বঙ্গবন্ধুর স্বপ্নের সােনার বাংলা।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৫ টায় স্থানীয় শহীদ নীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মুক্তিযুদ্ধের বিজয় মেলার তৃতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের আহবায়ক মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলােচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য প্রফেসর. রফিকুল হক, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী হেলাল উদ্দিন, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম ভূঞা, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. কাজী মাসুদ আহমেদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হােসেন রুবেল।
পরে আবরণি আবৃত্তি চর্চাকেন্দ্র ও জেলা শিল্পকলা একাডেমি মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভির সম্পাদক হাবিবুর রহমান পারভেজ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply