স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় মাহফুজুর রহমান রিমন (২৪) হত্যাকারীদের বিচার দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও পরিবার। সোমবার (২৭ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ২ জানুয়ারি সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের সরকারপাড়া মহল্লার আব্দুল মালেকের ছেলে মাহফুজুর রহমান রিমনকে একই এলাকার বেপারীপাড়া মহল্লার জৈনক মোবারক মিয়ার বাড়ির সামনে একদল দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে রিমন গুরুতর আহত হলে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ জানুয়ারি সে মারা যায়।
এ ঘটনার পর নিহতের মা আছিয়া পারভীন বাদী হয়ে পৌর শহরের উত্তর মৌড়াইল এলাকার মৃত লাল মিয়ার ছেলে খেলু মিয়াকে প্রধান আসামী করে ১০ জনের নামে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলা দায়ের প্রায় ২০ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। হত্যাকান্ডের ঘটনায় কাউকে গ্রেফতার না করায় এলাকাবাসী ও নিহতের পরিবারের লোকজন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শরীফ ভান্ডারী, নিহত রিমনের বড় বোন বিউটি বেগম, ছাত্রলীগ নেতা জিদনী ইসলাম, আয়াত আলী সর্দার, সামছু মিয়া, জসিম সরকার, আবদুল আজিজ অনিক ও মোবারক মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত কোন আসামীদের গ্রেফতার করতে না পারায় চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেন, বিনা অপরাধে প্রকাশ্যদিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। অবিলম্বে রিমন হত্যার আসামীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply