আশুগঞ্জ প্রতিনিধি//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষার প্রথমদিনে শিক্ষার্থীদের প্রশ্নপত্রের উত্তর লিখে দেওয়ার সময় ৫জন শিক্ষককে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০২ ফেব্রুয়ারি) জেলার আশুগঞ্জ উপজেলার ফার্টিলাইজার স্কুল এন্ড কলেজের মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, সোমবার দুপুরে এসএসসি/দাখিল পরীক্ষার প্রথমদিনে কোরআন মাজিদ ও তাজিভিদ পরীক্ষা চলাকালীন আশুগঞ্জের ফার্টিলাইজার স্কুল এন্ড কলেজের মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিবের পাশের রুমে বসে পরীক্ষার্থীদের এমসিকিউ প্রশ্নের উত্তর লিখে দেওয়ার সময় হাতেনাতে ৫জন মাদ্রাসা শিক্ষককে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা হলেন- চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী সুপার মোঃ মাজহারুল ইসলাম (৪৪), একই মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম (৩৫), একই উপজেলার খোলাপাড়া ওমেদ আলী শাহ দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোঃ মহিউদ্দিন (৩৮), তালশহর করিমিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক কবির হোসেন (৪০) ও সরাইল উপজেলার পানিশ্বর মাদানিয়া গাউছিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার আব্বাস আলী (৫০)।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজিমুল হায়দার আটককৃত শিক্ষকদের প্রত্যেককে দু’বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজিমুল হায়দার জানান, পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইনের ১৯৮০ এর ধারা ৯ (ক) মোতাবেক আটককৃত প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। পরীক্ষা চলাকালীন ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply