স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় মেধা বৃত্তি পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এ মেধা বৃত্তি প্রদান পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ হানিফের সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক আলেয়া জাহান তৃপ্তির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এস.এম. শফিকুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মোঃ আবু সাঈদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এস.আর. ওসমান গনি সজীব। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনজুরুল আলম, বাচিক শিল্পী প্রভাষক মোঃ মনির হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ১২জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট এবং ১০৫জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply