সংবাদ শিরোনাম
আশুগঞ্জ নাওঘাট গ্রামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

আশুগঞ্জ নাওঘাট গ্রামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

আশুগঞ্জ সংবাদদাতা//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার নাওঘাট গ্রামে গতকাল ২৮ ফেব্রুয়ারি শুক্রবার দিনব্যাপী “আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশন ও মাজহারুল হক বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল” চাঁদপুর -এর যৌথ উদ্যোগে চোখের ছানির অপারেশন ও ল্যান্স লাগানো সহ সকল প্রকার চক্ষুরোগীদের চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়েছে। এই চিকিৎসা শিবিরে ব্যাপক রোগীর উপস্থিতি ছিল।
আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের পরিচালক (অর্থ) প্রফেসর ডা. এম এ আফজাল ভূঁইয়া (কাওছার)-এর সার্বিক তত্ত্ববাধানে চক্ষু শিবিরের কার্যক্রমে মাজহারুল হক বি.এন.এস. বি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার আবু জাফরের নেতত্বে ১০ জন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা অত্র এলাকার বিভিন্ন গ্রামের ৮ শতাধিক নারী-পুরুষ এ শিবিরে চিকিৎসা সেবা গ্রহণ করে। ৬৮ জন রোগীকে ক্যাটারেক্ট চোখের ছানি অপারেশন করার জন্য বাছাই করা হয়েছে এবং ৩২১ জনকে চশমা দেওয়া হয়। এছাড়াও অন্যান্য রোগীদের বিনামূল্যে ঔষুধ দেওয়া হয় । 
উল্লেখ্য, গত ২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশন এর মাধ্যমে চিকিৎসা বঞ্চিত সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে আসছে। এ সময় আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ভূঁইয়া, এক্সিকিউটিভ চেয়ারম্যান পানি বিজ্ঞানী ড. সাদিকুল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা অধ্যাপিকা মাহফুজা খানম, ফাউন্ডেশনের সদস্য আলী মোসাদ্দেক ভূইয়া(খসরু) কামরুজ্জামান ভূঁইয়া, নূরুজ্জামান ভূঁইয়া(মাসুম), আসাদুজ্জামান ভূঁইয়া (মাসুদ), বিল্লাল ভূঁইয়া, এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ তারিকুল ইসলাম সেলিম, সিরাজ মিয়া, হাবিবুর রহমান মোল্লা, বেলাল আহমেদ, স্থানীয় জনপ্রতিনিধি ছানাউল্লাহ মেম্বার ও সুরুজ মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com