নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ জেলা যুবদলের নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় অলিউর রহমান অলি ও ফোয়াদ হাসান রাজনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ২নং পূর্ব বড় ভাকৈর ইউপি নেতা দিপু আহমেদ। সুত্র:গত ১৬মার্চ সোমবার সাক্ষরিত প্যাড ২২মার্চ (রবিবার)হবিগঞ্জ জেলা যুবদলের ২০১ সদস্য বিশিষ্ট
পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করা হয়।এতে নবীগঞ্জ উপজেলার দুই কৃতি সন্তান অলিউর রহমান অলি এবং ফোয়াদ হাসান রাজনকে জেলা কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত করায় ২ নং ইউপি ছাত্রদল নেতা দিপু আহমেদ দুই কৃতি সন্তানের রাজনৈতিক জীবন ও ব্যক্তি জীবনের মঙ্গল কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply