নাজমুল ইসলাম, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
চীনে সৃষ্টি হওয়া ‘করোনাভাইরাস’ পরিণত হয়েছে মহামারিতে। চীন থেকে একে একে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে।বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ দেশ দূর্দিন অতিক্রম করছে।
বাংলাদেশে এর প্রভাব পড়েছে অনেক। দিনে দিনে বাড়ছে ‘করোনা’ ভাইরাস কোভিড-১৯ আক্রান্ত রোগী। সরকারের পক্ষ থেকে নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। লকডাউনে যাচ্ছে বাংলাদেশ। যার ফলে বিপাকে পড়তে যাচ্ছে দিনমজুর মানুষেরা। এমন মহূর্তে, নিজ উদ্যোগে নবীগঞ্জের কাজীগঞ্জ বাজার “ক্যাপটেন্স সোসাইটি নামে পদবী বিহীন একটি সংগঠন আর্থ মানবতার সেবায় আজ ২৬মার্চ বৃহস্পতিবার কাজীগঞ্জ বাজারে অসহায়,দিনমজুর মানুষের কাছে সচেতনামূলক মাস্ক,সবান,হ্যান্ডস্যানিটাইজারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন। ক্যাপটেন্স সোসাইটি নামক সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের স্লোগান আতংক নয়,সচেতন হোন” এ স্লোগান’কে সামনে রেখে সচেতনতা মূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। এতে সামাজিক দূরত্ব, হোম কোয়ারান্টাইন, হাত ধোঁয়া সহ বিভিন্ন সচেতনতা মূলক পরামর্শের দেয়া হয়। সচেতনতামূলক প্রচারণার সময় ও তাদের দূরত্ব বজায় রাখতে দেখা গেছে।এসময় ক্যাপটেন্স সোসাইটি কর্মীদের সাথে কথা হলে জানা যায়, সংগঠনটি তার নিজস্ব অর্থায়নে এসব সামাজিক কর্মকান্ড করে থাকে। তাদের কথা শহরের মানুষ সচেতন হলে গ্রাম, গঞ্জের মানুষ এখন পুরোপুরি সচেতন নয়। তাই গ্রামের মানুষদের সচেতন করে গড়ে তোলতে তাদের এ প্রচেষ্টা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply