স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বৈশ্বিক করোনা ভাইরাস (কুভিড-১৯) সংক্রমণের ফলে বিশ্বের ন্যায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মরণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সর্বসাধারণকে বিশেষ প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনাসহ জনসচেতনা, সতর্কতা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার আহবান জানিয়েছেন সরকার। একই সাথে খাদ্যদ্রব্য, ঔষধ পরিবহন, সরকারী বেসরকারি হাসপাতাল, ক্লিনিক সহ জরুরি সেবাকাজে ব্যবহৃত পরিবহন ও কর্মী ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জরুরি পরিষেবা বিবেচনা করে সকল তফসিলি ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদিকে গত ১১ এপ্রিল শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লকডাউন ঘোষণা করে জাতীয় ও আঞ্চলিক সড়ক মহাসড়ক ও নৌপথে অন্য কোন জেলা থেকে কেউ যাতে ব্রাহ্মণবাড়িয়ায় না আসতে পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে। সেজন্য ১১ এপ্রিল সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন কার্যকর করে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। তবে জরুরি পরিষেবা সমূহ লকডাউনের আওতামুক্ত থাকবে। অপরদিকে লকডাউনে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখতে গতকাল রবিবার (১২ এপ্রিল) আরেকটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসন। বিজ্ঞপ্তি বলা হয়েছে, ব্যাংকিং সেবা একটি জরুরি পরিষেবা হওয়ায় জনস্বার্থে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল তফসিলি ব্যাংক ঘোষিত লকডাউনের আওতামুক্ত থাকবে। এতে আজ সোমবার (১৩ এপ্রিল) থেকে জেলার সকল তফসিলি ব্যাংকে ব্যাংকিং কার্যক্রম চলবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply