বিজয়নগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (০৪ মে) দুপুরে উপজেলার হরষপুর ইউনিয়নের একতারপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের একতারপুর গ্রামের শাহ আলম মাস্টার ও হাবিব মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধের জেরধরে আজ সোমবার দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিজয়নগর থানা পুলিশের অফিসার ইনচার্জ আতিকুর রহমান সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply