বৈশ্বিক করোনা সঙ্কটে লকডাউনে থাকা কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্যস্থ সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি (ইউকে)।
মঙ্গলবার (০৪ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাজীপাড়া আইডিয়াল একাডেমী প্রাঙ্গণে ১২০ জন কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি থেকে উপহার সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক জসিম উদ্দিন রিপন, সাবেক কাউন্সিলর এডভোকেট খন্দকার মোঃ শাহ আলম সাবেক কাউন্সিলর আবুল কাশেম,সৈয়দ সাজ্জাদ করিম, শাহ মোহাম্মদ কাউসার মিয়া, উপহার সামগ্রী বিতরণের প্রধান সমন্বয়ক সমাজসেবক শাহ মোহাম্মদ ইয়াসিন।
খাদ্য সামগ্রী বিতরণকালে অ্যাড. লোকমান হোসেন করোনা ভাইরাস সংক্রমনের ফলে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ইউকের সকল কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, মানুষের কষ্ট লাগবে জেলার বিভিন্ন উপজেলায় এক হাজার পরিবারের মাঝে চাল,ডাল,আলু ভোজ্য তৈল ,ছোলা ও মুড়ি উপহার হিসেবে বিতরণ অব্যাহত রেখেছে সংগঠনটি। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply