সময়নিউজবিডি রিপোর্ট
বৈশ্বিক করোনা ভাইরাস (কুভিড-১৯) প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক খাদ্য সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।
মঙ্গলবার (১৯ মে) দিনভর তিনি জেলা সদর সহ জেলার কসবা ও আখাউড়ায় এ খাদ্য সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক।
মঙ্গলবার সকালে জেলার আখাউড়া পৌরসভায় ৩২০ জন ভাসমান মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণের পাশাপাশি আখাউড়া স্থলবন্দরে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা ।
এদিকে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন কসবা উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ এবং মানবিক খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার জীবন, পৌর মেয়র মোঃ জুয়েল মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম, এএসপি (সার্কেল) আব্দুল করিম, এসি(ল্যান্ড) মোঃ জাহাঙ্গীর হোসেন এবং ওসি মোঃ লোকমান হোসেন।
পরে একইদিন বিকেলে জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বর প্রাঙ্গনে করোনা ভাইরাস জনিত কারণে কর্মহীন হয়ে পড়া ২০০ জন নরসুন্দরের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইলিয়াছ মেহেদী, এবং এসিল্যান্ড এবিএম মশিউজ্জামান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply