সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর ঈদ উপহারের তালিকায় অনিয়মের অভিযোগে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জামালকে বরখাস্ত

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের তালিকায় অনিয়মের অভিযোগে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জামালকে বরখাস্ত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

বৈশ্বিক করোনা ভাইরাস (কুভিড-১৯) সংক্রমণের প্রাদুর্ভাবে দেশে লকডাউন চলমান থাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহারের তালিকায় অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন ভুইয়াকে বরখাস্ত করা হয়েছে। 
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিনকে বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।   
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভুইয়াকে বরখাস্তের সত্যতা নিশ্চিত করেন। 
উল্লেখ্য, সারাদেশে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র ৫০ লাখ পরিবারকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২ হাজার ৫শত টাকা করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার প্রদানের জন্য তালিকা প্রনয়নের কাজে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন ভুইয়ার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ তদন্ত করে তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠায়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে তাকে বরখাস্ত করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।   
এদিকে একই অভিযোগে জেলার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কবির হোসেনকেও বরখাস্ত করা হয়েছে।                   

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com