সংবাদ শিরোনাম
পলাশবাড়ীতে যে গ্রামের নাম শুনলে ভেঙে যায় বিয়ে, মেলে না কোন চাকরি পাটগ্রামে অভিভাবক সমাবেশ শেষে জমি উদ্ধার করলো মাদরাসা কর্তৃপক্ষ ব্রাহ্মণবাড়িয়া শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জেলা নাগরিক ফোরাম ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদা দাবীর অভিযোগে দুই ভুয়া সাংবাদিক আটক পাঁচটি প্রদেশে বাংলাদেশকে ভাগ করার পরামর্শ উপদেষ্টা ড. এম সাখাওয়াতের চীন সফরে ‘উইমেন ইন টেক’-এর ৩ বিজয়ী ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীসহ ১০ জনের নামে গুমের মামলা বিজয়নগরে বাবার আঘাতে ছেলে খুনের অভিযোগ।। বাবা আটক ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাবেক দুই এমপিসহ ১১৮ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কর্মী আতিকের গুমের মামলা না নেওয়ায় বিক্ষোভ-মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে পুলিশসহ অক্রান্ত- ৪০ ; এ পর্যন্ত আক্রান্ত ১৭২

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে পুলিশসহ অক্রান্ত- ৪০ ; এ পর্যন্ত আক্রান্ত ১৭২

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ায় বৈশ্বিক করোনা ভাইরাস (কুভিড-১৯) পরিস্থিতি দিনকে দিন বেড়েই চলেছে। পুলিশসহ একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ৪০ জন। এ পর্যন্ত জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭২ জন। সুস্থ হয়েছেন ৫৭ জন ও মৃত্যু হয়েছে ২ জনের।     আজ মঙ্গলবার (০২ জুন) ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের একটি সূত্র একদিনে ৪০ জনের করোনা ভাইরাস পজিটিভের খবর নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বৈশ্বিক করোনা ভাইরাস (কুভিড-১৯) সংক্রমণ যতো দিন যাচ্ছে ততই বাড়ছে। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে সংগ্রহীত নমুনা থেকে ৪০ জন করোনা ভাইরাস পজিটিভের ফলাফল আসে। এতে জেলায় প্রথমবারের মতো চারজন পুলিশ সদস্য, একজন সাংবাদিক ও পূর্বে আক্রান্ত এক সাংবাদিকের মেয়েও রয়েছে। 
করোনা ভাইরাস পজিটিভ ৪ পুলিশ সদস্যরা জেলার নাসিরনগর থানায় কর্মরত আছেন ও আক্রান্ত সাংবাদিক হলেন কসবার বাসিন্দা। 
সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, আক্রান্তদের মধ্যে জেলা সদর উপজেলার পৌর এলাকার পূর্ব পাইকপাড়ায় ৩ জন, মধ্যপাড়ায় ৩ জন, মুন্সেফপাড়ার ২ জন (রহমানিয়া মেডিকেল হল), ভাদুঘরের ১ জন, দক্ষিণ মৌড়াইলে ১ জন, মেড্ডা বাসস্ট্যান্ড এলাকার ১ জন, পশ্চিম মেড্ডার ১ জন, মসজিদ রোডের ১ জন, লাখীবাজারে ১ জনসহ সদর উপজেলায় ১৪ জন , জেলার কসবা উপজেলার আড়াইবাড়ির ২ জন, সাহাপাড়ায় ২ জন, খাড়েরায় ১ জন, বিনাউটিতে ১ জন, কল্যাণসাগরে পূর্বপাড়ে ১ জন, কুটিতে ১ জন সহ কসবায় ৮ জন, জেলার বাঞ্ছারামপুরের জগন্নাথপুর ২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসক, হাইস্কুল মাঠ সংলগ্ন এলাকায় ১ জন, ভিটি ঝগড়ারচর ১ জনসহ বাঞ্ছারামপুরে মোট ৫ জন, জেলার নবীনগর উপজেলা সদরের মধ্যপাড়া ১ জন, ইউএনও অফিসে ১ জন, উত্তরপাড়া ১ জন, রসুল্লাবাদ ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসক সহ নবীনগরে মোট ৫ জন, জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ১ জন, আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন স্বাস্থ্যকর্মী, নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকাতে ১ জন, নাসিরনগর থানায় পুলিশ সদস্য ৪ জন সহ নাসিরনগরে মোট ৬ জন। 
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এসব তথ্য নিশ্চিত করে বলেন, দিনদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা প্রতিরোধে সবাইকে আরো সচেতন হতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে ও বের হলে অবশ্যই মুখে মাস্ক ও হাতে গ্লাভস পড়ে বের হওয়ার জন্যও সিভিল সার্জন সকলের প্রতি আহবান জানান।   
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com