সংবাদ শিরোনাম

রমজানে ভেজাল ঠেকাতে ৫ ভ্রাম্যমাণ আদালত

আসন্ন পবিত্র রমজানে রাসায়নিকমুক্ত ফল নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় পাঁচটি ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান পরিচালনা করবেন বলে জানিয়েছেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মঙ্গলবার ডিএসসিসির নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় হোটেল-রেস্তোরাঁ, ফল ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে নিয়ে এই সভার আয়োজন করে ডিএসসিসি।

মেয়র সাঈদ খোকন বলেন, সারা দিন রোজা রাখার পর ইফতার বা সাহ্রিতে স্বাস্থ্যকর খাবার দরকার হয়। অন্যথায় খাবারে যদি ভেজাল থাকে, তাহলে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এই বিষয়টি ডিএসসিসি খুবই গুরুত্বের সঙ্গে দেখছে। তাই ফলের বাজার থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁয় বিশেষ নজর রাখবেন ভ্রাম্যমাণ আদালত। যদি কোথাও ভেজাল পাওয়া যায়, সংশ্লিষ্ট ব্যবসায়ীকে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। তিনি বলেন, পবিত্র রমজান মুসলমানদের জন্য একটি পবিত্র মাস। এই মাসে মদ, জুয়া এবং হাউজি বন্ধ রাখা দরকার। এ জন্য ক্লাব-বার মালিকদের সচেতন হতে হবে। এ ছাড়া দিনের বেলায় রোজাদারদের যেন কোনো সমস্যা না হয়, সে জন্য পর্দা দিয়ে সীমিত পরিসরে হোটেল চালাতে হবে।

মতবিনিময় সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ব্যবসায়ী, ক্লাব কর্মকর্তা ও ফল ব্যবসায়ীরা বক্তব্য দেন।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com