ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেল চারটায় স্থানীয় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে করোনায় আক্রান্ত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সভাপতি নির্মল রঞ্জন গুহ এর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট লোকমান হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ এর সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ওলামা সমন্বয় পরিষদের সভাপতি কারী আনিসুর রহমান। দোয়া অনুষ্ঠানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকলের বিদেহী আত্মার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রুমেল আল ফয়সল, বিজয় কৃষ্ণ মল্লিক,সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পার্থ, সদস্য জুয়েল দেব, সিঙ্গাপুর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাক আহমেদ চৌধুরী,পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এডভোকেট কামরুজ্জামান অপু,যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুল ইসলাম,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া শিপু, সহ-সভাপতি আতাউর রহমান ডালিম,মনসুর আহমেদ দানা, কসবা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, মোহাম্মদ ফারুক আহমেদ প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply