স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
করোনা দূর্যোগের মধ্যেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল আজহা’র ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১ আগস্ট) সকাল ৭ টায় জেলা প্রশাসন ও জেলা ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির আয়োজনে সামাজিক দূরত্ব বজায় জেলা জামে মসজিদে ঈদের প্রধান ও প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। পরে সকাল পৌনে ৮ টায় জেলা জামে মসজিদে ঈদের দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান ও প্রথম ঈদ জামাতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র. আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্টজন সহ ধর্মীয় নেতা ও আলেম ওলামাগন।
এদিকে ঈদ জামাতের আগে জেলাবাসীসহ ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এসময় তিনি করোনা মহামারি থেকে নিজেদের রক্ষা করতে আল্লাহপাকের দরবারে দোয়া করার আহবান জানান। তিনি সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার আহবান জানান। ঈদ জামাত শেষে দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply