সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বিশ্বরোড মোড়ের ফল ব্যবসায়ি কিশোর তারেকের হত্যাকারী জাকির সহ জড়িতদের দ্রƒত গ্রেপ্তারের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরের পর ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে তারা মানববন্ধন, পথ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন। আধা ঘন্টা পর তিন থানার পুলিশ মহাসড়ক অবরোধমুক্ত করলেও যানজনমুক্ত হতে দুই ঘন্টারও অধিক সময় লাগে। ফলে মহাসড়কে হাজার হাজার যাত্রীকে চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে আধিপত্য, পরিবহন ও ফুটপাতে চাঁদাবাজীসহ নানা অপকর্ম নিত্য দিনের বিষয়। এসবকে কেন্দ্র সামান্য কোন ঘটনায় সংঘর্ষ, হামলা, রক্তপাত ও মামলার ঘটনাও ঘটছে। খাটিহাতা গ্রামের বাসিন্ধা মাওলানা বোরহান উদ্দিনের মার্কেটের সামনে অটোরিকশা ষ্ট্যান্ডের জায়গায় গড়ে ওঠেছে ছামিয়ানা ঝুলিয়ে মার্কেট। ৬৫ টি দোকানের প্রত্যেককে দৈনিক মার্কেট মালিককে ৩ শত টাকা দিতে হয় বলে জানিয়েছেন একাধিক ব্যবসায়ি। জায়গাটি সওজের আর টাকা আদায় করছেন স্থানীয়রা। গরীব অসহায় ব্যবসায়িরা ওইসব প্রভাবশালীদের কাছে জিম্মি হয়ে আছে দীর্ঘদিন ধরে। এ ভাবে বিশ্বরোড মোড়ের চারিদিকে এভাবে ফুটপাত বা সরকারি জায়গায় গরীব লোকজন ব্যবসা করছেন। বিনিময়ে স্থানীয় এক শ্রেণির লোককে দৈনিক তাদের টাকা দিতে হচ্ছে। অটোরিকশার ষ্ট্যান্ডে গড়ে ওঠা ছামিয়ানা ঝুলানো মার্কেটে সোমবার রাতে মোড় সংলগ্ন হাটিহাতা গ্রামের আজগর আলীর ছেলে জাকির (৩০) তুচ্ছ ঘটনায় উত্তেজিত হয়ে পাশের ফল ব্যবসায়ি নন্দনপুর গ্রামের সুবহান মিয়ার ছেলে তারেকের পিঠে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তারেককে দ্রƒত জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারেক মারা যায়। গতকাল দুপুরে হত্যাকারী জাকিরসহ সকল আসামীদের দ্রƒত গ্রেপ্তারের দাবীতে নিহত তারেকের গ্রামের ২-৩ শতাধিক মহাসড়কের বিশ্বরোড মোড়ে মানববন্ধন করে। মানববন্ধন শেষ করে বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরোধ করে ফেলে। ফলে বিশ্বরোড মোড়ের তিনদিকে ৫-৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের ওপরে তারা পথ সভা করে বক্তব্য প্রদান করেন। বক্তারা বিশ্বরোড মোড়ের অবৈধ দখলদার, পরিবহনের চাঁদাবাজ ও সরকারি জায়গা নিজেদের মার্কেটের সামনে হওয়ার সুযোগ কাজে লাগিয়ে নিয়মিত চাঁদা আদায়কারীদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান। তারা হাটিহাতা গ্রামের সর্দার মাওলানা বোরহান উদ্দিনকে জড়িয়েও স্লোগান দিতে থাকেন। আধা ঘন্টা মহাসড়কটি বন্ধ থাকে।
বিকাল ২টা পর সরাইল থানা, সদর থানা ও বিশ্বরোড মোড় হাইওয়ে থানার পুলিশ বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে নিতে সক্ষম হন। পরে তারা মিছিল সহকারে মহাসড়ক দিয়ে পায়ে হেঁটে নন্দনপুরের দিকে চলে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান মিয়া বলেন, লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এখনো মামলা নথিভূক্ত হয়নি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply