স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীমুড়া উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
বুধবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে বন্যা বন্যা আশ্রয়ন কেন্দ্রের নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
এদিকে একই দিনে তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ব্রাহ্মণবাড়িয়া-০৩ (সদর ও বিজয়নগর) আসনের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রধান অতিথি হিসেবে পত্তন ইউনিয়নের উন্মুক্ত জলাশয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কর্তৃক মাছের পোনা অবমুক্ত করেন।
দিনভর বিভিন্ন উন্নয়ন কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, ভাইস চেয়ারম্যান মোঃ মাহমুদুর রহমান মান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, পত্তন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান রতন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়া সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply