সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া সরাইলে এক নারীর রহস্যজনক মৃত্যু। হাসপাতাল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
গতকাল শনিবার রাতে সরাইল উপজেলা কালিকচ্ছ ইউনিয়নের সুযর্কান্দী গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত সায়মা আক্তার (২১)। গত তিন বছর আগে কালিকচ্ছ এলাকার লাল মিয়ার ছেলে উবায়েদের সঙ্গে বিয়ে হয়। তাদের সাইফ নামে দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সায়মার স্বামী পেশায় ট্রাক চালক। নিহত সায়মা আক্তার উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা এলাকার মৃত আনোয়ার হোসেনের মেয়ে। নিহত সায়মার ভাই ইকবাল হোসেন বলেন ,আমার বোনের স্বামী ও শাশুড়ী প্রায়ই আমার বোনের সাথে ঝগড়া করতো। বোনের জামাই উবায়দুল হক তার বড় ভাই প্রবাসে থাকে সে সুবাদে ভাবির সাথে তার পরকিয়ায় চলছিলো। এ নিয়ে প্রায়ই সায়মাকে মারধর করতো। আজকে খবর পাই বোন অসুস্থ পরে সরাইল হাসপাতালে গিয়ে দেখি বোনের লাশ, আমার বোনকে তারা ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে । আমি বোনের হত্যার বিচার চাই।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হোসেন বলেন, লাশ উদ্ধার করে আনা হয়েছে। নিহতের গলায় আঘাতের দাগ রয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply