স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় লাইসেন্স না পাওয়া প্রায় তিন হাজার রিকশা চালকের পাশে দঁাড়িয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সোমবার সংগঠনটির জেলা কমিটির পক্ষ থেকে চালকদের পক্ষে তিনটি দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়। এর আগে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও কাউতলীতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি ব্রাহ্মণবাড়িয়ার জেলার সভাপতি শাহরিয়ার মোঃ ফিরোজ ও সাধারন সম্পাদক মো. সাজিদুল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, পৌর এলাকা ও পৌর এলাকার পার্শ্ববতর্ী এলাকার রিকশা ও চালকদের লাইসেন্স এবং পৌর এলাকায় রিকশা চলাচলের অধিকার দিতে হবে। ব্যাটারিচালিত রিকশার ফি ৫০০ টাকা, পায়ে চালিত রিকশার ফি ৫০ টাকা, ও রিকশা চালকের লাইসেন্স ফি ২০০ টাকা করতে হবে। পৌরসভা নির্ধারিত যাত্রী ভাড়া বাস্তবায়ন করতে হবে।
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খঁানের হাতে স্মারকলিপি দেয়ার সময় সিপিবি সাধারন সম্পাদক সাজিদুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক আছমা খানম, সৈয়দ মোঃ জামাল, অসীত পাল, আহমেদ হোসেন, মোঃ আল-মামুন, শোভা পাল, নূরুল আলম, সাহেদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সিপিবি’র পক্ষে রিকশা নিয়ে সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়।
এ ব্যাপারে সিপিবির জেলা সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম বলেন, ‘পৌর এলাকায় পঁাচ হাজার রিকশা চলাচল করলেও মাত্র দুই হাজার রিকশাকে লাইসেন্স দেয়ায় বাকিরা বেকার হয়ে পড়েছে। লাইসেন্স দিতে গিয়েও নানা ধরণের অনিয়ম করা হয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রিকশার কারণে নয়, বেহাল সড়ক, ফুটপাত দখলসহ বিভিন্ন কারণে সড়কে যানজট দেখা দেয়। যানজটের অজুহাতে কম সংখ্যক লাইসেন্স দেয়ায় রিকশা না পেয়ে এখন যাত্রীরা বিপাকে পড়েন ও বেশি ভাড়া দিয়ে চলতে বাধ্য হন।’
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply