স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মাদক বিরোধী অভিযানে এলিট ফোর্স র্যাব গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) আশুগঞ্জের শরিয়তনগর এ মাদক ব্যবসায়ীকে আটক করেন র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা হতে মাদক সংগ্রহ করে প্রাইভেটকার যোগে বহন করে আশুগঞ্জ থানা এলাকা সহ আশপাশের জেলাগুলোতে পাইকারী/খুচরা বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১৯/১০/২০২০ ইং তারিখ ১৭.৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন শরিয়তনগর সাকিনস্থ ডার্চ বাংলা ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ শরিফ মিয়া (২৫), পিতা- মোঃ ইকবাল হোসেন, সাং-কালিপুর (দক্ষিনপাড়া), থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে প্রাইভেটকারসহ আটক করা হয় আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা প্রাইভেটকার তল্লাশী করে (ক) ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা, (খ) ০১টি প্রাইভেটকার উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৬,৫০,০০০/- টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply