স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে তিন তর“নীর প্রত্যেককে ছয় মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
নির্বাচনে দায়িত্বরত আশুগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজা পারভীন গতকাল মঙ্গলবার দুপুর পৌনে তিনটার দিকে চুন্টা ইউনিয়নের রসুলপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন তর“নীকে দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের আবদুর রহমানের মেয়ে সাদিয়া আক্তার-(২০), একই এলাকার হাফিজুর রহমানের মেয়ে তাইয়্যিবা আক্তার-(২০), ও নওয়াব মিয়ার মেয়ে সুমাইয়া সুলতানা-(২০)।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী আশুগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজা পারভীন জানান, ওই তিন তর“ণী জাল ভোট দেয়ার চেষ্টা করেন। তারা যে নামে ভোট দিতে এসেছিলেন তালিকার সাথে সেই নামের মিল নেই। এর মধ্যে একজনের ভোট আগেই দেয়া
হয়েছিল। সব কিছু যাচাই বাছাই করে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
এর আগে সকাল নয়টা থেকে ইউনিয়নের ১০টি কেন্দ্রে ভোট গ্রহন শুর“ হয়। বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই ভোট গ্রহন।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৫১ জন। তাদের মধ্যে পুর“ষ ভোটার ১২ হাজার ৪৫২জন ও নারী ভোটার ১১ হাজার ৫৯৯ জন।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন। এরা হলেন, মোঃ হাবিবুর রহমান (নৌকা), মোঃ হুমায়ূন কবির (আনারস), মাওলানা আসাদুলাহ (মিনার) ও হাজী মোঃ বাহার মোল্লা (লাঙ্গল)।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান মিয়ার মৃত্যুতে পদটি শুন্য হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply