স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
র্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মাদক বিরোধী পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান গাঁজা ও একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের আহরন্দ বাসষ্ট্যান্ড এলাকা থেকে ০৬ কেজি গাঁজা’সহ রশিদ মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃত রশিদ মিয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া (নয়নপুর) গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
এদিকে, একইদিনে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকা থেকে ১৯ কেজি গাঁজা ও একটি ট্রাক’সহ সাইফুল ইসলাম খান ঠাকুর ওরফে মিলন (৬৫) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত সাইফুল ইসলাম খান ঠাকুর ওরফে মিলন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মজলিশপুর গ্রামের মৃত আব্দুল হেলিম খান ঠাকুরের ছেলে।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আহরন্দ ও জেলার আশুগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানা ও আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply