স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৭১ বোতল ফেনসিডিল এবং ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোলচত্বর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার বাতিরফুল গ্রামের মোঃ সাইফুল ইসলাম- (২১) এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি গ্রামের মোঃ সাগর মিয়া-(২৪)। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে র্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল আশুগঞ্জ গোল চত্বর থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply