স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
অধস্তন আদালতের কর্মচারীদেরকে বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্যকরা সহ তিন দফা বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন, জেলা শাখার সাধারন সম্পাদক সুমনময় চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফ উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ৩ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছি। দাবিগুলো হচ্ছে অধস্তন আদালতের কর্মচারীদেরকে বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান এবং সকল ব ক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক হাইকোর্ট বিভাগ ও মন্ত্রনালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতি ৫ বছর পরপর পদোন্নতি এবং উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা, অধস্তন সকল আদালতের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা।
বক্তারা বলেন, এই বঞ্চনা দূরীকরনের দাবিতে আজ বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply