স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মনবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পৌর মেয়র মিসেস নায়ার কবির বলেছেন, আমি পাইকপাড়ার সন্তান, এখানে যারা আছেন কেউ আমার ভাই, কেউ আমার চাচা আবার কেউ আমার ভাতিজা। আপনাদের দোয়া ও মতামত নিয়ে আগামী পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চাইবো। আপনার বিগত দিনে যেভাবে সহযোগীতা করেছেন, আমার নির্বাচনে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ভোটারদের কাছে গিয়ে ভোট চেয়ে আমাকে নির্বাচিত করেছেন, তেমনিভাবে আগামী নির্বাচনেও কাজ করবেন বলে প্রত্যাশা করছি। গত পাঁচ বছরে পৌরসভার নিজস্ব তহবিল থেকে যতোটুকু পেরেছি উন্নয়ন করেছি। আগামী দিনেও উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসনের মাননীয় সাংসদ জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সাথে পরামর্শ করে ও উনার নির্দেশে পৌর এলাকার বিভিন্ন সমস্যা সমাধান করতে পেরেছি।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় পাইকপাড়ায় হুমায়ুন কবির পৌর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পৌর এলাকার ৪ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জৈষ্ঠ আওয়ামীলীগ নেতা ও পাইকপাড়ার বাসিন্দা হাজী মাহতাব মিয়ার সভাপতিত্বে ও জেলা আওয়ামী যুবলীগের ক্রীড়া সম্পাদক মশিউর রহমান লিটনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর মিজান আনসারি, প্রবীন মুরুব্বী আব্দুল হান্নান, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক রিটন রায়, শহর যুবলীগের আহ্বায়ক আমজাদ হোসেন রনি, জেলা নাগরিক ফোরামের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধারা রতন কান্তি দত্ত, অবসর প্রাপ্ত শিক্ষক সুনিল দেব, সাবেক কমিশনার আহসান উল্লাহ মাসুদ, কিংকর ঘোষ, সংরক্ষিত নারী কমিশনার হোসনে আরা, আওয়ামী লীগ নেতা নিতিশ, আয়কর উপদেষ্টা প্রনব কুমার, যুবলীগ নেতা টুটুল রায়, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক অজিত দাস, শহর আওয়ামীলীগ নেতা সুভাষ, মনি দাস, ওয়ার্ড যুবলীগ সভাপতি শাহেদ, যুবলীগ নেতা বশির, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সংগ্রাম,শহর আওয়ামীলীগ নেতা বিজয় পাল, সমাজসেবক মানিক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল দেব প্রমুখ।
সভায় ৪ নং ওয়ার্ডের পক্ষ থেকে সর্বস্তরের নাগরিকদের সমর্থন জানিয়ে বক্তাগন বলেন, পাইকপাড়ায় সবসময় নৌকার বিজয় হয়েছে। এবারও নৌকার বিজয় হবে। পৌর মেয়র হিসেবে মিসেস নায়ার কবিরের কোন বিকল্প নেই।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply