হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় পর্যায়ক্রমে মোট ৬৩০টি কেন্দ্রে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০’ শুরু হয়েছে গত ১২ ডিসেম্বর থেকে। এদিকে আজ শনিবার পৌর এলাকার দক্ষিণ পৈরতলার হাজী সৈয়দ এমরানুর রেজার বাড়ি, আবু তাহের সর্দারের বাড়ি, ছয়ঘড়িয়া পাড়ার সাবেক কমিশনার শ্যামল মিয়া বাড়ির ‘হাম নির্মূল ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ কেন্দ্র পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের মোঃ হিরণ মিয়া, বিশিষ্ট সমাজসেবক মুজিবুর রহমান, এস এম আলম, লুৎফুর রহমান, মুখলেছুর রহমান, আলী আজম, জেলা ছাত্রলীগ নেতা হৃদয়সহ এলাকার ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে পৌর মেয়র মিসেস নায়ার কবির বলেন, “অতীতে বেশ কয়েকবার দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন পরিচালিত হওয়া সত্তেও বিগত কয়েক বছরে দেশে হাম ও র“বেলা রোগের প্রকোপ ও আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। এই পরিস্থিতি উত্তোরণকল্পে এবং ২০২৩ সাল নাগাদ দেশ থেকে হাম-রুবেলা দূরীকরণের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ১২ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৪ জানুয়ারি সারাদেশে হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ পরিচালনা করা হবে।” তিনি বলেন, শিশুদের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। শিশুরা আমাদের প্রিয়জন, তাদের টিকা দেওয়া নিশ্চিত করার দ্বায়িত্ব অভিভাবকদের। আমরা টিকা দেওয়ার মাধ্যমে শিশুদের মৃত্যু ঝুঁকি কমাতে পারি। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে স্বাস্থ্য খাতের সাফল্যের কারণে দেশ পোলিও মুক্ত হয়েছে, এবার হাম- রুবেলা মুক্তও হবে। তিনি বলেন, শিশুকে হাম রোগ থেকে মুক্ত রাখতে এবং হামের প্রকোপ থেকে রক্ষা পেতে অবশ্যই সময়মতো এমআর টিকা দিন। কোন শিশুই যেন এই টিকা থেকে বাদ না পরে সেদিকে সচেতন হতে হবে। তিনি বলেন, বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে হাম- রুবেলা’র এম.আর টিকা প্রদান করা হবে। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply