স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানাধীন আখাউড়া রেলষ্টেশন থেকে ৯৮ টি ট্রেনের টিকেট ও টিকেট বিক্রয়ের নগদ ১৪ হাজার ২শত টাকা‘সহ ৩জন টিকেট কালবাজারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ রবিবার (০২ জানুয়ারি ২০২০ ইং) সকাল সাড়ে ৮ টায় ঢাকা-চট্রগ্রাম রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র্যাব।র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবদের ভিত্তিতে জানতে পারে একটি
অসাধু চক্র ট্রেনের টিকেট কালোবাজারী করে বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য ট্রেনের টিকেট কালোবাজারী চক্রের উপর র্যাবের নিরবিছন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পেয়ে আজ রবিবার সকাল সাড়ে ৮ টায়ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে ভৈরব র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল আখাউড়া রেলওয়ে থানার আখাউড়া রেল ষ্টেশনে অভিযান পরিচালনা করে মোঃ হিরণ মিয়া (৩৬), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং-চর নারায়নপুর, মোঃ সোহেল ভুইয়া (৩৮), পিতা- মৃত আব্দুল আউয়াল ভুইয়া, সাং- রাধানগর, ও মোঃ শাহেন শাহ শিপু (৪৬), পিতা- মৃত আবু আব্বাস মিয়া, সাং-দেবগ্রাম সর্বথানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে গ্রেফতার করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের ৯৮ টি টিকেট এবং টিকেট বিক্রয়ের নগদ-১৪ হাজার ২শত টাকা উদ্ধার করা হয়।
ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply