সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের ৫ম দিনে নির্বাচিত গ্রন্থের প্রকাশনা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের চতুর্থ দিনে মুজিবনগর দিবস পালন বিজয়নগর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক সাহিত্য একাডেমি আয়োজিত ৭ দিনব্যাপী বৈশাখী উৎসবের দ্বিতীয় দিন অতিবাহিত বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা নববর্ষ উদযাপন সরাইলে খাস জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ও আহত-২২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সাথে জেলা পুলিশের ঈদ শুভেচ্ছা বিনিময় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জেলা পুলিশের প্রীতিভোজ অনুষ্ঠিত যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদ উল ফিতর পালিত সরাইল উপজেলা প্রেসক্লাবের ঈদ সামগ্রী বিতরণ

আশুলিয়ায় সিজার করতে গিয়ে নবজাতকের মাথায় আঘাত

আশুলিয়ায় সিজার করতে গিয়ে নবজাতকের মাথায় আঘাত

আনোয়ার সুলতান//স্টাফ রিপোর্টার; সময়নিউজবিডি

আশুলিয়ায় একটি হাসপাতালে সিজার করতে গিয়ে ভুলবশত নবজাতকের মাথার চামড়া কেটে ফেলেছে কর্তব্যরত চিকিৎসক। এ ব্যাপারে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নবজাতকের মামা এনামুল হক।বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় স্বজনদের না জানিয়ে নবজাতকের মাথায় ২টি সেলাই দেওয়ায় ক্ষোভ জানিয়েছে নবজাতকের মা রুখসানা ইসলাম।অভিযোগ সূত্রে জানা যায়, গত (০৫ ফেব্রুয়ারি) আশুলিয়ার ডেন্ডাবর এলাকার মইনুল ইসলামের প্রসূতী স্ত্রী রুখসানা ইসলামকে বাচ্চা প্রসব করানোর জন্য আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। ঐ দিনই দুপুর ২ টার দিকে সিজারিয়ান পদ্ধতিতে বাচ্চার প্রসব সম্পন্ন করে রাত অনুমান ১০ টায় হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়। পরবর্তীতে আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে নবজাতক বাচ্চাকে দুধ পান করানোর সময় নবজাতকের মাথায় ২টি সেলাই দেখতে পায় তার মা।এ বিষয়ে জানতে চাইলে সিজারকারী চিকিৎসক ফেরদৌস মহল রুনী জানান, কোন সমস্য নাই ঠিক হয়ে যাবে।এ ব্যাপারে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক (অপারেশন) রফিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।আশুলিয়া থানার উপ-পরিদর্শক আজহারুল ইসলাম বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com