সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
ধামরাইয়ে বিকাশ ব্যবসায়ীর সাড়ে ৩ লক্ষ টাকা লুট

ধামরাইয়ে বিকাশ ব্যবসায়ীর সাড়ে ৩ লক্ষ টাকা লুট

মোহাম্মদ মামুন রেজা//ধামরাই (ঢাকা) প্রতিনিধি 

ধামরাইয়ের জয়পুরা বাজারের আজম ষ্টোর নামে এক বিকাশ এজেন্টকে প্রতারণার ফাঁদে ফেলে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকাসহ তিনটি মোবাইল সেট নিয়ে পলিয়ে গেছে সংঘবদ্ধ প্রতারক চক্রের একটি দল,পালানোর সময় জয়পুরা বাজারের সিসি ক্যামেরায় তাদেরকে পালিয়ে যেতে দেখা যায়।
বৃহস্পতিবার (২৭ফ্রেরুয়ারি) সকালে ধামরাই উপজেলার উত্তর জয়পুরা বাজারের আজম ষ্টোরে এই ঘটনাটি ঘটে।ব্যবসায়ী আজম কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামের হানিফ আলীর ছেলে।
জানা যায়,সকালে বাড়ী থেকে ৩লক্ষ ৫০হাজার টাকা নিয়ে জয়পুরা বাজারে দোকানে আসেন আজম, দোকানের তালা খুলে দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্সের মধ্যে টাকার ব্যাগটি রেখে বাকি সার্টার খুলার জন্য গেলে প্রতারক চক্রের সদস্যরা তার সাথে দোকানের ভেতরে ঢুকে,এ সময় দোকান মালিক আজম আলী বাকি সার্টার না খুলে তাদের সাথে কথা বলতে গেলে প্রতারক চক্রের সদস্যরা আজম আলীকে বলে আপনার সার্টারে কে যেন গুনাদিয়ে আটকিয়ে রেখেছে তখন আজম ঐ গুনার বান খুলতে বাহিরে যায়।এই সুযোগে প্রতারক চক্রের সদস্যরা কৌশলে টাকার ব্যাগ ও মোবাইল নিয়ে পালিয়ে যায়,পরে আজম সার্টার খুলে দোকানে প্রবেশ করে টাকার ব্যাগ না পেয়ে কান্নায় ভেঙে পরে। এই সময় আশে পাশের লোকজন এসে তাকে শান্তনা দেয়,পরে বাজার কমিটির লোকজন এসে সিসি টিভির ফোটেজ দেখে।এতে সিসি টিভির ফোটেজে প্রতারক চক্রের ৫ সদস্যকে টাকার ব্যাগ ও মোবাইল নিয়ে মোটরসাইকেল যোগে তারা ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে পালিয়ে যেতে দেখা যায়,তবে প্রতারক চক্রের কাউকে চিনতে পারেনি কেউ।
এ ব্যাপারে জয়পুরা বাজার কমিটির সদস্য পাশের দোকান মালিক মো. জাহিদ হোসেন বলেন, আজ সকালে দিকে প্রতারক চক্রের সদস্যরা দোকান থেকে টাকার ব্যাগ নিয়ে চলে গেছে,দিন দুপুরের এই রকম ঘটনা আসলে দুঃখ জনক। তবে পুলিশ এসেছিল তাদেরকে আমারা সিসি টিভির ফোটেজ দেখিয়েছি।এই ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক ( এস আই) মো. আরাফাত হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে সিসি টিভি ফোটেজ দেখেছি। প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থাসহ আটকের জন্য অভিযান অব্যহত আছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com