সংবাদ শিরোনাম
নাসিরনগরে পুলিশকে মারপিট করে পালিয়েছে হত্যাচেষ্টা মামলার আসামি কমলগঞ্জে ময়ুর মিয়া হত্যাকা-ের রহস্য উদঘাটন; আলামতসহ মূল আসামী গ্রেফতার কমলগঞ্জে বাড়ির আঙ্গিনায় সবজি চাষের সময় গ্রেনেড উদ্ধার কমলগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী সিগারেটসহ গ্রেফতার-২ কমলগঞ্জে বণিক সমিতির নির্বাচনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন কমলগঞ্জে সাংবাদিকদের সাথে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে একজন নিহত।। আহত- ৩০।। দোকানপাট ভাংচুর ও লুটতরাজ ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা কুড়াতে গিয়ে দুই ভাই-বোনের করুণ মৃত্যু।। পরিবারে শোকের মাতম ফলোআপ-কমলগঞ্জে শিক্ষক রোজিনা হত্যার আসামীকে ময়মনসিংহ থেকে গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৭ টাকার ওষুধের দাম ৩৫০ টাকা চাওয়ায় জান্নাত ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা
বিজয়নগরে দুপক্ষের সংঘর্ষে আহত-৩০।। বাড়িঘর ভাংচুর ও লুটপাট (ভিডিও সহ)

বিজয়নগরে দুপক্ষের সংঘর্ষে আহত-৩০।। বাড়িঘর ভাংচুর ও লুটপাট (ভিডিও সহ)

বিশেষ প্রতিবেদক//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব বিরোধের জেরধরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। এসময় দুটি বাড়ি ও একটি মুরগির খামার ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। 
শনিবার (২৫ এপ্রিল) বিকেল  পৌনে ৫ টায় উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর ঘাবুন্নীমোড়া ও ফকিরহাটির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত এক মাস আগে ঘাবন্নীমোড়া ও ফকিরহাটির মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জেরধরে আজ শনিবার বিকেলে ফকিরহাটি ও ঘাবন্নীমোড়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। হামলায় ঘাবন্নীমোড়ার জাকির হোসেন (৪০), কবির হোসেন (৩৫), নাজির হোসেন (৪৫), তোফাজ্জল হোসেন (২৬), ভাবলা (২০), সেলিনা বেগম (৫০), আকাশ মিয়া (২৫), জুবায়েল মিয়া (২০), আনিস মিয়া (৩৫), মলাই ভুইয়া (৬০) ও ফকিরহাটির শাহ গোষ্ঠীর লোকজনের মধ্যে আহত হয়েছেন তারা হলেন – দুর্বাজ শাহ (৬৫), মুক্তার শাহ (৫৫), জাহাঙ্গীর শাহ (৫০) ও আলফাজ শাহ (৪৫) সহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল সহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

সংঘর্ষের ঘটনার খবর পেয়ে চম্পকনগর পুলিশ ফাঁড়ি ও বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাঠি চার্জ করে দাঙ্গাবাজদের সরিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।           
এদিকে আহতদের মধ্যে সেলিনা বেগম, তোফাজ্জল হোসেন ও জাকির হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                                    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

18 responses to “বিজয়নগরে দুপক্ষের সংঘর্ষে আহত-৩০।। বাড়িঘর ভাংচুর ও লুটপাট (ভিডিও সহ)”

  1. fake Rolex watches are generally fully hand-crafted.

  2. lisinopril viagra https://viagwdp.com/# generic viagra prices cheap generic viagra canadian pharmacy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com