সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের ৫ম দিনে নির্বাচিত গ্রন্থের প্রকাশনা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের চতুর্থ দিনে মুজিবনগর দিবস পালন বিজয়নগর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক সাহিত্য একাডেমি আয়োজিত ৭ দিনব্যাপী বৈশাখী উৎসবের দ্বিতীয় দিন অতিবাহিত বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা নববর্ষ উদযাপন সরাইলে খাস জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ও আহত-২২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সাথে জেলা পুলিশের ঈদ শুভেচ্ছা বিনিময় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জেলা পুলিশের প্রীতিভোজ অনুষ্ঠিত যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদ উল ফিতর পালিত সরাইল উপজেলা প্রেসক্লাবের ঈদ সামগ্রী বিতরণ

মীর সাহাবুদ্দিন (রা.) এর পূণ্যভূমি শেরপুর থেকে দোয়া নিয়ে আগামী পৌর নির্বাচনের নির্বাচনী প্রচারণা শুরু করলেন নায়ার কবির

মীর সাহাবুদ্দিন (রা.) এর পূণ্যভূমি শেরপুর থেকে দোয়া নিয়ে আগামী পৌর নির্বাচনের নির্বাচনী প্রচারণা শুরু করলেন নায়ার কবির

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির বলেছেন, হযরত মীর সাহাবুদ্দিন (রা.) এর পূণ্যভূমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শেরপুর গ্রাম। আমি এই পূণ্যভূমি থেকেই আমার নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করছি। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিগত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আপনাদের ভোটে বিজয়ী হয়ে মেয়র হিসেবে আপনাদের খেদমত করার সুযোগ পেয়েছি। ভবিষ্যতেও আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে আপনাদের পুনরায় খেদমত করার সুযোগ চাই। তিনি বলেন, ‘যেদিন থেকে দায়িত্ব পেয়েছি, সেদিন থেকে এক দিনও সময় নষ্ট করিনি। নির্বাচিত হওয়ার পর অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি।’ যতটুকু সম্ভব জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। আমি কখনো অন্যায়, দুর্নীতি, অযাচিত আবদারকে প্রশ্রয় দেইনি। এমনকি আমার পরিবারের কোন লোকজনের আবদারকেও গ্রাহ্য করিনি। সবকিছু করেছি নিয়মতান্ত্রিকভাবে।

গতকাল সোমবার (১৭ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শেরপুর-ছয়ঘরিয়াপাড়া সংযোগ সড়ক নির্মাণ কাজ উদ্বোধনকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খবির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির আরো বলেন, একটি সুন্দর ব্রাহ্মণবাড়িয়া গড়তে আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। আমার কর্মকালীন সময়ে অনেক চড়ায়-উৎরাইয়ের মধ্যে বেশকিছু কাজ দৃশ্যমান করেছি। এখন বুঝতে পারছি কোথায় কি করতে হবে। বর্তমান অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে চলতে চাই। আমি এবারও দলীয় মনোনয়ন প্রত্যাশী। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।তিনি বলেন, এই রাস্তাটি সংস্কারের দাবী দীর্ঘদিনের। ৪ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে রাস্তার কাজটি করা হচ্ছে। রাস্তার কাজটি যাতে সুন্দরভাবে করা হয় এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সংবাদ পত্র পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এড. কামরুজ্জামান অপু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরিক্ষত কাউন্সিলর হালিমা আক্তার কাজল, লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোঃ কাজল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল- আমিন শাহীন, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, যুবলীগ নেতা এমরান হোসেন মাসুদ, বীর মুক্তিযোদ্ধা সুবেদার নূরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মনির খান (মনু), কুতুব মিয়া, বরকত খান, আবেদ মিয়া, আরমান খান, লিটন খান, হানিফ খান, আজাদ খান, পলাশ মিয়া, আবু কালাম খান, আবুল কাসেম।পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ রফিক মিয়া প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com