স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আলভি (১০) নামে ষষ্ট শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে আখাউড়া উপজেলার মুগড়া ইউনিয়নের টান মান্দাইল গ্রামে এ ঘটনাটি ঘটেছে।নিহত শিক্ষার্থী আলভি আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করতো।
জানা যায়, বুধবার দুপুরে জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে আলভি পরিবারের সাথে তার চাচির নানার বাড়ি আখাউড়ার মুগড়া ইউনিয়নের টান মান্দাইল গ্রামে যেফতের দাওয়াতে যায়। সেখানে বাড়ির একটি বিল্ডিংয়ের ছাঁদের উপর থাকা কবুতরের খাঁচায় ধরতে গিয়ে বিদ্যুৎতের ধারে জড়িয়ে পড়ে। বিদ্যুতের তারে জড়িয়ে তিনতলা বিল্ডিংয়ের ছাঁদ থেকে নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত আলভির এক নিকটাত্মীয় কলেজ শিক্ষিকা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply