আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশ থেকে শান্ত চৌধুরী (৩৩) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ ফেব্রুয়ারী) রাত ৯টায় সদর উপজেলার রামরাইল ইউনিয়নের রামরাইল বাজারের সামনের পশ্চিম পাশ থেকে এ রক্তাক্ত লাশটি উদ্ধার করে পুলিশ। পরে রাত ১০টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
নিহত শান্ত চৌধুরী সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ গ্রামের মধ্যপাড়ার আব্দুর রউফ চৌধুরীর ছেলে।
জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল বাজারের পশ্চিম পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবককে দেখে আতিক নামে স্থানীয় এক যুবক ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানান। পরে স্থানীরা ও পুলিশ গিয়ে লাশ সনাক্ত করেন। হাইওয়ে পুলিশ শান্তর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে আসেন।
নিহতের চাচাতো বোন মাহমুদা জানান, আজকে সন্ধ্যার দিকে শান্ত হাতে লাইট নিয়ে বাসা থেকে বের হয়। তারপর থেকে আর শান্তর খোঁজ পাওয়া যায়নি। এখন জানতে পারি শান্ত সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
তবে প্রত্যক্ষদর্শী আতিক তিয়াস বলেন, এ জায়গাটিতে প্রায়ই ছিনতাই হয়। তার ধারণা রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী অথবা কারো কবলে পড়ে এ যুবক খুন হন। এটা সড়ক দুর্ঘটনা হতে পারে না৷ কেউ হত্যাও করতে পারেন।
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, শান্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply