সংবাদ শিরোনাম
সরাইলে অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ আখাউড়ায় চেয়ারম্যান প্রার্থী মুরাদের সভা থেকে বিরিয়ানি জব্দ বিজয়নগরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় হোন্ডা-সিএনজির মুখোমুখি সংঘর্ষ।। নিহত-১।। আহত-৫ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিভার বিকাশ ঘটাতে হবে; ডিসি হাবিবুর রহমান ব্রাহ্মণবাড়িয়ায় উপকূল এক্সপ্রেসের হোসপাইপ ছিঁড়ে এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ- অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ায় সেরা বিজয়নগরে প্রতীক বরাদ্দের আগেই প্রচারনা চালানোর অভিযোগ চেয়ারম্যান প্রার্থী জাবেদের বিরুদ্ধে।। কারন দর্শানোর নোটিশ আদমপুরবাসী গতবার যেভাবে ভোট ও সহযোগিতা করেছেন আশা করি এবারও ভোট দিয়ে বিজয়ী করবেন ;লুৎফর রহমান মুকাই আলী আহ্সান উল্লাহ্ মাস্টারের শাহাদাত বাষির্কীতে বাউবির শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের তিনটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি প্রাইভেটকারসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক 

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের তিনটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি প্রাইভেটকারসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের তিনটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ কুতুব উদ্দিন-(৩২), মোঃ শহিদ মিয়া-(৩০), মোঃ ইব্রাহীম-(৪০), মোঃ রনি খন্দকার-(২৫) ও মোঃ রুবেল-(২৫) নামে পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার (০৩ মে) বেলা সাড়ে ৮ টা থেকে পৌঁনে ৫ টা পর্যন্ত পৃথক তিনটি অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল সোমবার বেলা সাড়ে ৮ টায় জেলার আশুগঞ্জ গোলাচত্তর যাত্রী ছাউনীর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী কুতুব উদ্দিন পিতা-ধন মিয়া, সাং-শ্রীনগর, থানা-ভৈরব, জেলা কিশোরগঞ্জকে গ্রেফতার করেন। এসময় ধৃত আসামীর নিকট হতে ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা, মাদক বিক্রয়ের ৪ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। একই দিন বেলা সাড়ে ১০ টায় আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার ঢাকা- সিলেট মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মৌলভীবাজার কুলাউড়া উপজেলার বরকাপন গ্রামের আফতাব মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ শহিদ মিয়া ও একই গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে মোঃ ইব্রাহীমকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা, ০১ টি প্রাইভেটকার উদ্ধার করে জব্দ করা হয়। অপরদিকে একই দিন বেলা পৌনে ৫ টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বাজারের নন্দনপুর জামে মসজিদের সামনে থেকে জেলা সদর উপজেলার ঘাটুরা খেয়াবাড়ির মৃত আলম খন্দকারের ছেলে রনি খন্দকার ও বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের মোঃ মিলন মিয়ার ছেলে মোঃ রুবেলকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে সাড়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করে তা জব্দ করা হয়।
র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পেরের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com