স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় মাথার খুলি ও মগজ বিহীন জন্ম নেওয়া শিশুটি এক দিন পরেই মারা গেছেন। আজ মঙ্গলবার (২৫ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
হাসপাতাল ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী তানজিনা বেগম প্রসব ব্যথা নিয়ে জেলা সদর হাসপাতালের গাইনি বিভাগে এসে ভর্তি হন। সেখানে স্বাভাবিকভাবেই মাথার খুলি ও মগজ বিহীন এ শিশুটির জন্ম হয়। জন্ম নেওয়ার একদিন পরেই আজ মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরণের শিশুরা জন্ম নেওয়ার ২৪-৪৮ ঘন্টার মধ্যে মারা যান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply