স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহামারি করোনা ভাইরাস কোভিড -১৯ এর তৃতীয় ঢেউ ঠেকাতে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউনের চতুর্থ দিনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৯ জনকে জরিমানা ও জনসচেতনতা মূলক প্রচারণা করেছেন উপজেলা প্রশাসন।
রবিবার (০৪ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে লকডাউন কার্যকর করতে অভিযান পরিচালনা করে এসব জরিমানা ও জনসচেতনতা মূলক প্রচারণা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা উপজেলার সিঙ্গারবিল বাজার, চম্পকনগর বাজার, আউলিয়া বাজার, রামপুর বাজার, চান্দুরা বাজারসহ বিভিন্ন পয়েন্টে লকডাউন কার্যকর করতে অভিযান পরিচালনা করেন। অভিযানে অননুমোদিতভাবে খোলা রাখা দোকানপাট বন্ধ করে দেয়া হয়, জনগনকে সচেতন করা, অনুমোদন ব্যতীত যানবাহন বের না করা, অতীব জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হওয়ার জন্য বলা হয়। অভিযানে সরকারী নির্দেশনা অমান্য করায় ও মাস্ক পরিধান না করায় ০৯ জন ব্যাক্তিকে ০৯টি মামলায় ৩ হাজার ৬শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা কার্যকর করতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা লকডাউন মানছেন না তাদেরকে জরিমানা করা হচ্ছে। জনস্বার্থে অভিযান অব্যাহত আছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply