সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কঠোর লকডাউনের ১৪ দিনে করোনায় আক্রান্ত ৯৩৭ ও মৃত্যু ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় কঠোর লকডাউনের ১৪ দিনে করোনায় আক্রান্ত ৯৩৭ ও মৃত্যু ১৫

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহামারি করোনা ভাইরাস কোভিড -১৯ এর তৃতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে গত ১ জুলাই ২০২১ ইং তারিখ থেকে প্রথমে এক সপ্তাহ ও পরে আরো এক সপ্তাহের জন্য সরকার সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেন।
গত ১৪ দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৩৭ জন, সুস্থ হয়েছেন ১৬০ জন ও মারা গেছেন ১৫ জন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৩২০ জন, আখাউড়ায় ২৫ জন, বিজয়নগরে ২০ জন, নাসিরনগরে ১৬ জন, বাঞ্ছারামপুরে ৭২ জন, নবীনগরে ১৭৬ জন, সরাইলে ৩০ জন, আশুগঞ্জে ৮১ জন ও কসবায় ১৯৭ জন।
আজ বুধবার (১৪ জুলাই পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১৫২ জন, সুস্থ হয়েছেন ৩৯৩১ জন ও মারা গেছেন ৭৭ জন। 
ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ২১৬৯ জন, সুস্থ হয়েছেন ১৭৫৬ জন, মারা গেছেন ২৪ জন, আখাউড়ায় আক্রান্ত হয়েছেন ৩৫১ জন, সুস্থ হয়েছেন ২৬৫ জন, মারা গেছেন ১৩ জন, বিজয়নগরে আক্রান্ত হয়েছেন ১৪৯ জন, সুস্থ হয়েছেন ১২৪, মারা গেছেন ৩ জন, নাসিরনগরে আক্রান্ত হয়েছেন ১৫৩ জন, সুস্থ হয়েছেন ১৩২ জন, মারা গেছেন ৪ জন, বাঞ্ছারামপুরে আক্রান্ত হয়েছেন ৩১২ জন, সুস্থ হয়েছেন ২২৭ জন, মারা গেছেন ৪ জন,  নবীনগরে আক্রান্ত হয়েছেন ৭১৬ জন, সুস্থ হয়েছেন ৫০৩ জন, মারা গেছেন ১৬ জন, সরাইলে আক্রান্ত হয়েছেন ২৩৯ জন, সুস্থ হয়েছেন ১৬৮ জন, মারা গেছেন ৪ জন, আশুগঞ্জে আক্রান্ত হয়েছেন ৪৭৩ জন, সুস্থ হয়েছেন ৩৭৫ জন, মারা গেছেন ৫ জন ও কসবায় আক্রান্ত হয়েছেন ৫৯০ জন, সুস্থ হয়েছেন ৩৮১ জন, মারা গেছেন ৩ জন।
এদিকে, আজ বুধবার (১৪ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৮২ জন। ৪৩০ টি করোনা রিপোর্টের ফলাফলের মধ্যে ১৮২ জনের করোনা পজিটিভ আসে। যা সংক্রমণের হার ৪২.৩%। আজ সুস্থ হয়েছেন ৫ জন ও মারা গেছেন ১ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায়, ৪৫ জন, কসবায় ৩৭ জন, সরাইলে ১ জন, আশুগঞ্জে ৭ জন, নাসিরনগরে ৩ জন, বিজয়নগরে ৪ জন, নবীনগরে ৬০ জন ও বাঞ্চারামপুরে ২৫ জন। 
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, করোনা সংক্রমণ রোধে আমাদের আরো সচেতন হতে হবে। সরকারের দেওয়া স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমাদেরকে এ দূর্যোগ কাটিয়ে উঠতে হবে। তিনি সবাইকে মাস্ক পড়তে, নিরাপদ দূরত্ব বজায় চলতে, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুওয়ার আহ্বান জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com