ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মুফতি মাকবুল হোসাইনকে গ্রেফতারের প্রতিবাদে আজ শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় আওয়ামলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামীলীগ নেতা ফারুক আহাম্মদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ শাহ আলম, শহর আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ মোঃ মোরশেদ, শহর আওয়ামীলীগের অন্যতম নেতা রুহুল আমিন বাবুল, জেলা যুব মহিলালীগের সভাপতি রাবেয়া খাতুন রাখী, আওয়ামীলীগ নেতা মুখলেছুর রহমান, যুবলীগ নেতা সোহরাব হোসেন, সাফায়েত আলম, সাবেক ছাত্রনেতা লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম যুব, কাউতলী শাখা আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান, জেলা যুব মহিলা লীগের শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক হোছেনা আলী, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, কাউতলী কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, কাউতলী এলাকার মুরুব্বী হাজী আবু সায়েদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক তানভীর অদুদ, কাউতলীয় গ্রামের বিশিষ্ট সর্দার হাজী ফুল মিয়া সর্দার প্রমুখ। সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুফতি মাকবুল হোসাইন দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত এবং আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মী। তাকে প্রতিহিংসামূলক রাজনীতির সাথে জড়িয়ে হেফাজতের ভাংচুরের মামলায় গ্রেফতার করা হয়েছে। বক্তারা মুফতি মাকবুল হোসাইনের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেন। বক্তারা বলেন, একজন সক্রিয় আওয়ামীলীগ কর্মীকে হেফাজত ইসলামের হরতাল চলাকালে হামলা-ভাংচুর মামলায় গ্রেফতার করা কোনভাবেই কাম্য নয়। আমরা আবারো এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply