শামিম ইশতিয়াক, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুর, তারাকান্দা ও ফুলবাড়ীয়াসহ ৩ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন- ফুলপুরের বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের আব্দুল মজিদের ছেলে সোহাগ মিয়া (২৫), একই উপজেলার পয়ারী গ্রামের ওয়াহেদ আলীর ছেলে জামাল উদ্দিন (৪০), তারাকান্দা উপজেলার সদর ইউনিয়নের ধলিরকান্দা গ্রামে চান মিয়া (৫২) এবং ফুলবাড়িয়া উপজেলার হাতিলেইট গ্রামের মলিন বর্মণের ছেলে চৈতন বর্মণ (২২)।
শনিবার (১৩ জুলাই) দুপুরে জেলার ৩ উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে উপজেলার পয়ারী ইউনিয়নের পয়ারী গ্রামের কৃষক জামাল উদ্দিন মাঠে আমন ধানের চারা পরিচর্যা করার সময় বজ্রপাতে আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর দিকে মাঠে হাঁস চড়ানোর সময় বজ্রপাতে বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের মো. আব্দুল মজিদের পুত্র সোহাগ মিয়ার মুত্যু হয়।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার জেবুন্নাহার শাম্মী বজ্রপাতে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এদিকে তারাকান্দা উপজেলার সদর ইউনিয়নের ধলিরকান্দা গ্রামে চাঁন মিয়া বিলে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের বড়বিলা বিলে মাছ ধরার সময় বজ্রপাতে চৈতন বর্মণ নামে এক জেলে নিহত হন।
ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply