ব্রাহ্মণবাড়িয়া জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২১ ইং পালন করা হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় পৌর মেয়রের অফিস কক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র হালিমা মোর্শেদ, মিজান আনছারী, মীর মোঃ শাহীন, পৌর সচিব মোঃ সামসুদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
উল্লেখ্য, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর ঘরে জন্মগ্রহণ করেন তাদের কনিষ্ঠ ছেলে শেখ রাসেল। ১৯৭৫ সনের ১৫ আগস্ট কালো রাতে কিছু সংখ্যক বিপদগামী সেনা কর্মকর্তাদের হাতে সপরিবারে খুন হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। সেদিন ঘাতকদের বুলেট থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেল।
মন্ত্রীপরিষদ বিভাগ এ বছর থেকে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনকে “শেখ রাসেল দিবস” হিসেবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। যা এ বছর থেকে আওয়ামীলীগ ও সহযোগী সকল সংগঠন দিবসটি উদযাপন করবেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply