দেশে ক্রমবর্ধমান হারে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘু নির্যাতন ও উগ্রজঙ্গী কর্মকাণ্ডের প্রতিবাদে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আগামী বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাইদ, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান এবং বিশিষ্ট সংস্কৃতি কর্মী নন্দিতা গুহ।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার, বিশিষ্ট শিক্ষাবিদ, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply