স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
সাবেক উপমন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সফল সাধারন সম্পাদক, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক পৌর চেয়ারম্যান, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও গণমানুষের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ্ব অ্যাডভোকেট হুমায়ুন কবিরের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমারশীল মোড়স্থ সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের হলরুমে হুমায়ুন-নায়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হুমায়ুন -নায়ার ফাউন্ডেশনের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
বক্তাগণ ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের প্রিয় নেতা প্রয়াত আলহাজ্ব অ্যাডভোকেট হুমায়ুন কবিরের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন।
এসময় জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, হুমায়ুন -নায়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে, বুধবার সকাল থেকে সমাজহিতৈষী প্রয়াত হুমায়ুন কবিরের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply