সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর মিয়া (৩৫), মাহফুজ মিয়া (৩২) ও আমজাদ (৩০) নামে তিন ইটভাটার শ্রমিক নিহত হয়েছেন।এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সাড়ে ৫টায় সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈশামোড়া নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। আহত ২জনকে আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিএনজির যাত্রীরা শাহবাজপুর থেকে চান্দুরা ব্রিক্সস্ মিলের যাওয়ার পথে ভৈশা মোরা নামক স্থানে এ দুর্ঘগটনা ঘটে।
নিহতরা হলেন- সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জান মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২) ও মৃত আক্কাস আলীর ছেলে আমজাদ (৩০)। আহত ব্যক্তিরা হলো খেঁজুর মিয়া (৪৫) ও কামাল মিয়া (৪০)।
হাইওয়ে থানা অফিসার ইনচাজর্ মোঃ শাহজালাল আলম জানান, ঢাকা-সিলেট মহাসড়কে ভোর সাড়ে পাঁচটায় ভৈশা মোরা নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে তিন জন সিএনজির যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। ২জনকে আশংকাজনক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদেরকে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতলের মর্গে প্রেরন করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply