মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইনের সভাপতিত্বে ও প্রভাষক নির্মল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মনবাড়িয়া-১, সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।
ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট লোকমান হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাপা, যগ্ন সাধারন সম্পাদক একেএম আজিম, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আবুল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি রাফি উদ্দিন আহমেদ। ত্রি-বার্ষিক সম্মেলন শেষে প্রভাষক নির্মল চৌধুরীকে সভাপতি ও মোঃ সাখাওয়াত হোসেনকে সাধারন সম্পাদক করে নাসিরনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
Leave a Reply