স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কিশোরগঞ্জের ভৈরব থেকে ৫২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ০৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় ভৈরবের নাটাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব নাটাল মোড়ে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গঙ্গানগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ইকবাল মিয়া -(২৮), একই উপজেলার বাইসার গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে সাদেক মিয়া-(৩৮), নোয়াগাঁও গ্রামের টুনু মিয়ার ছেলে শিপন মিয়া-(২৯), রাণীয়ারা গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে হেলাল মিয়া-(৩৮), গঙ্গানগর গ্রামের শহিদ মিয়ার ছেলে মাসুম মিয়া-(২৬), বগাবাড়ি এলাকার মৃত মদন মিয়ার ছেলে নুর আমিন-(২৪) ও কালতা খুরাইশার গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে মোঃ দিদার হোসেন-(২৫) কে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৫২ কেজি মাদকদ্রব্য গাঁজা, ১টি প্রাইভেটকার ও ০১টি মাইক্রোবাস এবং মাদক বিক্রয়ের নগদ সাড়ে ৩৪ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply