সময়নিউজবিডি রিপোর্ট
কিশোরগঞ্জ ভৈরব থানা এলাকায় অভিযান পরিচালনা করে অভিনব পদ্ধতিতে ৩০ কেজি গাঁজা’সহ আসামী মোঃ জাহিদুল বেপারী (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৯ টা ১০ মিনিটে ভৈরব থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে নাটোর সদর উপজেলার বড়ঘরিয়া গ্রামের আব্দুল হালিম বেপারীর ছেলে জাহিদুল বেপারীকে গ্রেফতার করেন। এসময় তার দখলে থাকা মুরগির পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করেন।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply